1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সয়াবিন তেলের দাম কমেছে

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুন, ২০২১

অর্থ ও বাণিজ্য ডেস্ক : ঈদুল আজহা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে লিটচারপ্রতি চার টাকা করে কমানো হচ্ছে সয়াবিন তেলের দাম। দাম কমানোর পর লিটারপ্রতি সয়াবিন তেলের দাম পড়বে ১৪৯ টাকা। খোলা তেলের দাম পড়বে ১২৫ টাকা করে।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে কার্যকর হবে সয়াবিন তেলের নতুন মূল‌্য।

বুধবার (৩০ জুন) সংগঠনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লার সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, করোনাভাইরাস পরিস্থিতি এবং ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশে সয়াবিন তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ কারণে তেলের দাম কয়েক দফা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে লিটারপ্রতি ৯ টাকা বাড়ানো হয়েছিল। তাতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪৪ টাকা থেকে বেড়ে ১৫৩ টাকা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com