1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত, অন্ত্র উদ্ধার পাঠ্যবইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন, স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন জিয়াউর রহমান শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার সরাসরি ভোট হবে না মেয়র-চেয়ারম্যান পদে, ভাবা হচ্ছে সংসদীয় পদ্ধতি পাচারের টাকায় সাম্রাজ্য : দুবাইয়ে ২০০ কোটির দুই ভিলা বিপু-কাজলের

টানা বর্ষণ-পাহাড়ি ঢলে হালুয়াঘাট পৌর শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার: গত দুইদিনের টানা বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।

এছাড়াও পৌর শহরের বিভিন্ন বাসা বাড়ি ও রাস্তায় হাটু ও কোমর পানি জমে আছে। রান্না বান্না তো দূরের কথা, ঘরের চৌকির ওপর থাকাও দুরূহ ব্যাপার কোন কোন স্থানে। এখনো মুষলধারে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলার এসব এলাকার খেটে খাওয়া মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা উপজেলায় বন্ধ ছিল বিদ্যুৎ সংযোগ।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত ৫০ বছরে উপজেলায় আজ সর্বোচ্চ ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৩২০ হেক্টর রোপা আমন বীজতলা ও ১১৫ হেক্টর সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে। যদি বৃষ্টিপাত চলতে থাকে তাহলে এসব বীজতলা ও সবজি ক্ষেত নষ্ট হয়ে যাবে।

এদিকে উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এখন পর্যন্ত ৪৫ হেক্টর পুকুর পানিতে নিমজ্জিত হয়েছে। কিছু কিছু চাষি তাদের পুকুরে জাল ও খাদ্য দিয়ে মাছ ধরে রাখার চেষ্টা করছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, পৌর শহরের মনিকুড়া, বাজার-পূর্ব, পাগলপাড়া, খয়রাকুড়ি এলাকা ও উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া, কড়ইতলী, মহিষলাটি, তেলিখালি এলাকায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

বুধবার সকালে গাজিরভিটা ইউনিয়নের বোরাঘাট নদীর বাঁধ ভেঙ্গে প্রবল স্রোতে পানি প্রবেশ করে আইনচিংড়ি, বোরাঘাট, সোমনিয়াপাড়া, মহাজনিকান্দাসহ আশেপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক গ্রামের মানুষ। এছাড়াও ধারা, ধুরাইল, নড়াইল, আমতৈল, স্বদেশী, বিলডোরা ও শাকুয়াই ইউনিয়নের নিম্নাঞ্চলে বাড়ছে পানি। এতে আতঙ্ক বিরাজ করছে জনসাধারণের মাঝে।

উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মৎস্যচাষি মিজান বলেন, আমার প্রায় ১ একর জমির পুকুর পানিতে তলিয়ে গেছে। আমি এর আগে এতো বড় বন্যা দেখিনি। আমার অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেলো। এখন মাছ রক্ষায় পুকুরের চারদিকে জাল দিয়েছি। তবে মাছ যা যাওয়ার চলে গেছে। শুধু আমার এখানেই নয় আরো অনেক পুকুরের প্রায় একই অবস্থা।

মহাজনিকান্দা গ্রামের কৃষক শরাফত আলী বলেন, কয়েকদিন হয় ২ একর জমির জন্য বীজতলা তৈরি করে বীজ রোপন করেছি। পাহাড়ি ঢলে সবকিছু শেষ হয়ে গেলো। প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। যদি পানি না কমে তাহলে আবার নতুন করে বীজতলা তৈরি করতে হবে। এতে করে আমাদের দ্বিগুণ খরচ হবে।

এ বিষয়ে পৌর মেয়র খাইরুল আলম ভূঞা বলেন, পৌর শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অনেক মানুষের ঘরে পানি উঠে গেছে। আমি আজ সারাদিন পরিদর্শন করেছি। পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারিত করা ও ক্ষতিগ্রস্থদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার লক্ষে আমরা কাজ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অনেক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। বিশেষ করে বোরাঘাট নদীর বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিকেলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বোরাঘাট নদীর বাঁধ পরিদর্শন করেছেন। আমরা বিস্তারিত রিপোর্ট দিয়েছি। আমরা ৫টন খাদ্যশস্য বরাদ্দ পেয়েছি। দ্রুত তা পানিবন্দি এলাকার মানুষের মাঝে বিতরণ করা হবে। যদি বৃষ্টি কমে যায়, তাহলে এই পরিস্থিতি থেকে আমরা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে উঠতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com