স্টাফ রিপোর্টার: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি নামতে শুরু করেছে। গতকাল রাতে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করে। নদীতে পানি প্রবলবেগে প্রবাহিত হলেও, ঢলের পানি নেমে গিয়ে নিম্নাঞ্চল গুলোতে অবস্থান করছে।
এর আগে ঢলের পানির কারণে শেরপুরের মহারশী, সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পায়। এতে মহারশী নদীর শহর রক্ষা বাঁধ ভেঙে ঝিনাইগাতীতে ৪০ গ্রাম, ভোগাই নদের পাঁচটি অংশে বাঁধ ভেঙে নালিতাবাড়িতে পাঁচ গ্রাম ও সদরের পাঁচ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।