স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির সাথে সাথেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে বিক্রি হচ্ছে মাছ ধরার জাল। লগডাউন থাকার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কারেন্ট জাল বিক্রিতে নেমেছে। উপজেলার শাকুয়াই, বিলডোরা, আমতৈল ও স্বদেশীসহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে গোপনে ও প্রকাশ্যে বিক্রি হচ্ছে কারেন্ট জাল।
এমতাবস্থায় শুক্রবার বিকেলে উপজেলার শাকুয়াই বাজারে প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রির সংবাদ পেয়ে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধকৃত ৪ কেজি পরিমাণ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে মুনতাজ আলী নামে এক বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
অভিযানকালে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরিধান করে বাজারে আসতে জনসাধারণের প্রতি আহবান জানানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম বলেন, আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। সেই সাথে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা কাজ করছি।