1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন

হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ, জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির সাথে সাথেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে বিক্রি হচ্ছে মাছ ধরার জাল। লগডাউন থাকার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কারেন্ট জাল বিক্রিতে নেমেছে। উপজেলার শাকুয়াই, বিলডোরা, আমতৈল ও স্বদেশীসহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে গোপনে ও প্রকাশ্যে বিক্রি হচ্ছে কারেন্ট জাল।
এমতাবস্থায় শুক্রবার বিকেলে উপজেলার শাকুয়াই বাজারে প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রির সংবাদ পেয়ে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধকৃত ৪ কেজি পরিমাণ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে মুনতাজ আলী নামে এক বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
অভিযানকালে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরিধান করে বাজারে আসতে জনসাধারণের প্রতি আহবান জানানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম বলেন, আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। সেই সাথে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com