1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

শ্রীবরদীতে লকডাউন না মানায় প্রশাসনের অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে লকডাউন না মানায় প্রশাসন অভিযান চালিয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে শ্রীবরদী উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা মোতাবেক মানুষকে ঘরে রাখতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার নিরলসভাবে কাজ করছেন। এতে সার্বিকভাবে সহযোগিতা করছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমানসহ পুলিশ প্রশাসন, বিজিবি ও স্থানীয় গণমাধ্যমকর্মী।
গত ১ জুলাই বৃহস্পতিবার দিন ও রাতে পৌরসভা, ভেলুয়া, ভায়াডাঙ্গা, ঝগড়ারচর, মাটিয়াকুড়া, তেনাচিরা, কুরুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলায় ৩ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, ১-৭ জুলাই পর্যন্ত মানুষকে ঘরে রাখতে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। প্রতিদিন ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যায়ক্রমে সকল ইউনিয়নের বাজার ও গণজমায়েত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি মানবিক বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকল শ্রেণি পেশার লোকজনকে সহযোগিতা করতে হবে। এসময় তিনি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ প্রদান করেন। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com