ঝিনাইগাতি (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জের ধরে মেহেরী বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতাবস্থায় বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৮ জুন সোমবার সকালে উপজেলার রাঙ্গামাটিয়া উত্তরপাড়া গ্রামে নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতিতা ওই নারী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী। এ ঘটনায় নির্যাতনের শিকার নারীর ছেলে ইয়াছিন আলী বাদী হয়ে চারজনকে আসামি করে গত ১ জুলাই বৃহস্পতিবার ঝিনাইগাতী থানায় মামলা করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা েেগছে, বেশ কিছুদিন ধরে মেহেরী বেগমের স্বামী আব্দুল জব্বারের সাথে প্রতিবেশী আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান, হুরমুজ আলী ও সাইফুল ইসলামের জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলছিল।
এর জেরে গত ২৮ জুন সোমবার সকালে সাইফুল ইসলাম মেহেরী বেগমের ঘরের সামনে মূত্র ত্যাগ করতে বসে। এ সময় মেহেরী বেগম প্রতিবাদ করলে সাইফুল, হুরমুজ, হাবিবুর ও সাইফুলের স্ত্রী সুবেদা বেগম সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে মেহেরী বেগমের ওপর হামলা চালায়। এতে মেহেরী বেগমের ডান পায়ের গোড়ালি ভেঙে যায়। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে ইয়াছিন আলী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিরা পলাতক রয়েছে। তবে পুলিশ তাদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রেখেছে।