নালিতাবাড়ী (শেরপুর) : ঋণের দায়ে হতাশাগ্রস্থ হয়ে মুস্তাকিম মোস্তাক (২২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বিষপানের পর মধ্যরাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার পাইখাতলা গ্রামে।
জানা গেছে, পাইখাতলা গ্রামের আমির হোসেনের ছেলে মোস্তাক বেশ কিছুদিন যাবত দেনায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল। কিছুদিন আগে পৈত্রিক সম্পত্তি বিক্রি করে কিছু দেনা শোধও করেছে মোস্তাক। তারপরও দেনা শোধ না হওয়ায় বেশ ভেঙে পড়ে সে। একপর্যায়ে বৃহস্পতিবার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে সকাল নয়টার দিকে মোস্তাক বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটার দিকে সে মারা যায়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।