আন্তর্জাতিক ডেস্ক : অভিশংসনের বিপদ থেকে মুক্তি পেয়ে ক্ষমতায় টিকে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার সিনেটে এ সংক্রান্ত ভোটাভুটিতে রিপাবলিকান পার্টির সিনেটরদের ভোটে তার অভিসংশনের ঝুঁকি দূর হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে খুব অল্প ভোটের ব্যবধানে এই মুক্তি পেয়েছেন তিনি।
ট্রাম্পের পক্ষে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ক্ষেত্রে ভোট পড়ে ৫২টি আর বিপক্ষে পড়ে ৪৮টি। একই সঙ্গে কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগের ক্ষেত্রে তার পক্ষে ভোট পড়ে ৫৩টি ও বিপক্ষে পড়ে ৪৮টি।
কোন কারণে মি. ট্রাম্প ভোটে হেরে গেলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হতো।
তবে ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি অভিশংসনের ফাঁড়া কাটিয়ে টানা দ্বিতীয় মেয়াদে নভেম্বরের নির্বাচনে নামতে যাচ্ছেন।
ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের জন্য ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ অভিশংসনের প্রস্তাব সিনেটে পাঠিয়েছিল।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি হলো, তিনি তার পদ ব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করেছিলেন এবং অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।
অভিশংসন বিচারে প্রেসিডেন্ট ট্রাম্প এ যাত্রায় টিকে গেলেও এর আগে মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত হন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।