নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে রাজিম নামে এক মানসিক প্রতিবন্ধি কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের একটি ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, নন্নী পশ্চিমপাড়া গ্রামের হাবিবুল্লাহ কালা এর ছেলে রাজিম ওরফে রাজিম পাগলা সকালে নন্নী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে একটি ডোবার পাশে আসতেই বৃষ্টি শুরু হয়। ফলে সে পুনরায় বাড়ি ফিরতে গেলে পা পিছলে রাস্তার পাশে থাকা ডোবার পানিতে পরে মারা যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে বাড়ি খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, রাজিম জন্মলগ্ন থেকেই মানসিক প্রতিবন্ধি এবং মৃগী রোগে আক্রান্ত ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন বিষয়টি নিশ্চিত করেছেন।