ঢাকা: ঢাকার ধামরাইয়ে আশ্রয়দাতা বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন জনি মিয়া নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামি। যাওয়ার পর তাদেরকে না খোঁজার জন্য স্বামীকে জানিয়ে দেন স্ত্রী।
স্ত্রীকে হারানোর শোকে পাগলপ্রায় আশ্রয়দাতা শ্যামল শুক্রবার (২ জুলাই) বিকেলে জনির নামে ধামরাই থানায় একটি মামলা করেন। অভিযুক্ত জনি গাজীপুর জেলার কালিয়াককৈর সিনাবহ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জনি মিয়া ধামরাইয়ের চৌহাটে নানা আদম আলীর বাড়িতে থাকার সময় ২৮ জানুয়ারি স্থানীয় এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ২৭ মার্চ আবারও ওই তরুণীকে ধর্ষণ করলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী জনিকে বিয়ের জন্য চাপ দেন। জনি বিয়ে না করে উল্টো গ্রাম্য মাতব্বরদের সহায়তায় তার গর্ভপাত করানোর চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হওয়ায় ওই তরুণীর পরিবারকে একঘরে করে রাখা হয়।
পরবর্তীতে গত ২ মে ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। পরে অভিযুক্ত জনি চৌহাট থেকে পালিয়ে কহেলা রাজাপুর গ্রামের বন্ধু শ্যামল মিয়ার বাড়িতে আত্মগোপনে যান। এরই মধ্যে আশ্রয়দাতার স্ত্রীর সঙ্গে জনি পরকীয়ায় জড়িয়ে পড়েন। ঘটনাটি জানার পরও বন্ধুর বিপদের কথা ভেবে বিষয়টি চেপে যায় শ্যামল। আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
সবশেষে বৃহস্পতিবার (১ জুলাই) রাতে শ্যামল বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান জনি। পালিয়ে যাওয়ার পর তার স্ত্রী শ্যামলকে ফোন করে বলেন, ‘আমরা একে অপরকে ভালোবেসে চলে এসেছি। আমাদেরকে খোঁজাখুঁজি করে কোনো লাভ হবে না।’ এরপর শ্যামল নিরুপায় হয়ে শুক্রবার বিকেলে ওই জনির বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।
শ্যামল বলেন, ‘আমার সরলতার সুযোগে এতবড় সর্বনাশ করলো। আমি একজন ধর্ষককে বন্ধুত্বের খাতিরে আশ্রয় দিয়েই মহাভুল করেছি। সে আমার স্ত্রীকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে তাকে জিম্মি করে রেখেছে। আমার স্ত্রীকে আমি ফিরে পেতে থানায় মামলা করেছি।’
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান বলেন, ‘ধর্ষণ মামলার পলাতক আসামির আশ্রয়দাতার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ধামরাই থানায় একটি অপহরণ মামলা হয়েছে। এ ঘটনায় তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’