1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে ছাগল মরে যাওয়ার প্রতিশোধে জমি দখলে চেষ্টা

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : অজ্ঞাত কারণে ছাগলের মৃত্যুর ঘটনায় প্রতিশোধ নিতে বাস্তবায়নাধীন মাল্টা-লেবুর বাগানসহ জমি দখলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ ওঠেছে আব্দুল জলিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পোড়াগাঁও পাহাড়ে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, পোড়াগাঁও পাহাড়ে ওই এলাকার কামাল উদ্দিনের এক একরের অধিক পাহাড়-সমতল রেকর্ডীয় সম্পত্তি ছিল। মৃত্যুর কিছুদিন আগে ওই জমি তারই ছেলের বন্ধু ঢাকায় বসবাসকারী জনৈক জামানের কাছে বিক্রি করেন। কিন্তু ক্রেতা ঢাকায় বসবাস করায় জমি দখলে না নিয়ে তা বিক্রেতা মৃত কামাল উদ্দিনের অপর ছেলে জাফরের তত্বাবধানে রেখে দেন। পিতার আমল থেকেই দরিদ্র কৃষক জাফর ওই জমিতে নিয়মিত আবাদ-ফসল করে ভোগদখল করছিলেন। জমির একটি অংশে তিনি একটি ভূমিহীন পরিবারকে বসবাস করতেও দিয়েছেন। নির্মাণ করছেন একটি সেমিপাকা ঘরও। সম্প্রতি উপজেলা কৃষি অফিসের সহায়তায় তিনি কয়েক কাঠা জমিতে মাল্টা এবং লেবুর বাগান শুরু করেন। ইতিমধ্যেই বেশকিছু গাছের চারাও রোপন করেন এবং বাগানের আগাছা দমনে বিষ প্রয়োগ করেন।
কিন্তু জমির পাশে থাকা প্রতিবেশি আব্দুল জলিল প্রতিনিয়ত বাস্তবায়নাধীন মাল্টা-লেবুর বাগানে তার ছাগল চড়াতে দেন। এ বিষয়ে জাফর বারবার নিষেধ করলে একপর্যায়ে জলিল সিমেন্টের বাগানের বেশকিছু অংশের খুঁটিসহ কাঁটাতারের বেড়া উপড়ে ফেলেন। ঘটনাক্রমে গত ১ জুলাই বৃহস্পতিবার জলিলের একটি ছাগল মারা যায়। ফলে জলিল বাগানের বিষ মিশ্রিত ঘাস খেয়ে ছাগলটি মারা গেছে বলে অভিযোগ তোলেন জাফরের প্রতি। একপর্যায়ে ওই বাগানে ঢুকে মাঝখান দিয়ে আলাদা বাঁশের চেলা দিয়ে বেড়া তৈরি করেন এবং বাগানের মধ্যে কিছু আকাশমনি-ইউক্যিালিপ্টাসের চারা জোর করে লাগিয়ে দখলে নেওয়ার চেষ্টা করেন।
ভুক্তভোগী কৃষক জাফর জানান, অন্তত ৪০-৫০ বছর ধরে বাবার আমল থেকে এই জমি আমরা চাষাবাদ করছি। এখন কি কারণে চাগল মারা গেল তা নিয়ে জলিল মুক্তি আমার জমির একটি অংশ দখলের চেষ্টা করছে। যদি ছাগল বিষ খেয়েই মারা গিয়ে থাকে তবে তা পোস্টমর্টেম করে প্রমাণ করুক।
প্রতিবেশি গৃহবধূ রোকেয়া জানান, বাপ-দাদার আমল থেকে দেখছি এই জমি জাফরের পিতার ছিল। তার মৃত্যুর পর এখন জাফর চাষাবাদ করছে। দখলের চেষ্টাকারী জলিলের ভাতিজা রবিউল জানান, এই জমি জাফরদের। বিক্রি করলেও এখনও তারাই এখানে ভোগদখল করেন। আমার চাচা জলিল নিজের মুক্তিযোদ্ধার পরিচয়ে প্রভাব খাটিয়ে জোর করে দখলের চেষ্টা করছেন।
গৃহবধু আকলিমা জানান, বৃহস্পতিবার এই বাগানে আমাদের গরু-ছাগল চড়েছে, ঘাসও খেয়েছে। কিন্তু মরেনি। জললি মুক্তির ছাগল কি কারণে মারা গেছে, আর ওই অভিযোগ তোলে অন্যের জমিতে জোর করে গাছের চারা লাগিয়ে বলছে ওই জমি তার।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আব্দুল জলিল নিজের মুক্তিযোদ্ধার পরিচয়কে কাজে লাগিয়ে মানুষের সাথে দূর্ব্যবহার করেন। এখন অন্যের বাগানসহ জমি দখরের চেষ্টা করছেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জানান, জমির ক্রেতা জামানের কাছ থেকে তিনি মুখে বলে চাষাবাদ করে খাওয়ার অনুমোতি নিয়েছেন। তবে আব্দুল জলিল তার ছাগল মরে যাওয়ার পর ওই জমিতে জোর করে গাছের চারা লাগিয়েছেন বলে স্বীকার করেন। অবশ্য আব্দুল জলির এর সপক্ষে জমির মালিকানা বা চুক্তি নেওয়ার কোন মতামত এলাকাবাসীর কাছ থেকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com