1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর করোনাকালীণ মানবিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে (কোভিড-১৯) এর প্রধান মন্ত্রীর দেওয়া মানিবক সহায়তা প্রদান করা হয়।
রবিবার (৪ জুলাই) সকালে স্বাস্থ্যবিধি মেনে এ মানবিক সহায়তা হিসেবে ৫শ হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের প্রধানের কাছে ৫শ করে টাকা প্রদান করেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের পরামর্শে এ মানবিক সহায়তার টাকা প্রদান করেন নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদ সচিব মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য মো. আ: রাজ্জাক, শাহজাহান, হামিদুল্লাহ, আলমগীর হোসেন রোপন, জিয়াউর রহমান ভান্ডারীসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রথমেই উপজেলার হলদীগ্রামে নবনির্মিত গুচ্চগ্রামের হতদরিদ্রদের মাঝে এ আথির্ক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, মহামারী করোনার দ্বিতীয় ঢেউ এ দেশে যখন কঠিন লকডাউন চলছে। সেই লকডাউনে সরকারের দেওয়া বিধিনিষেধ বিঘ্নিত না করতেই ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের দিকনির্দেশনা বাড়ি বাড়ি গিয়ে এ মানবিক সহায়তার টাকা প্রদান করেন ইউপি চেয়ারম্যান মো. মজনু মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com