নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীর পানিতে ডুবে পচাত্তর বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) সকালে উপজেলার গোবিন্দনগর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, নালিতাবাড়ী পৌর শহরের আমবাগান মহল্লার আব্দুস সালামের বৃদ্ধা স্ত্রী হাজের খাতুন গতকাল রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন। রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। পরে আজ সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভোগাই নদীর গোবিন্দনগর গ্রামে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা তার লাশ উদ্ধার করে।