অপরাধ ও দুর্নীতি ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকিরে বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
মামলার বাদী রিয়াজ উদ্দিন জানান, ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। এই সংক্রান্ত অভিযোগপত্র চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালতে দাখিল করা হয়েছে। পরবর্তীতে এই অভিযোপত্রের উপর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে এই মামলায় আদালত ওসি প্রদীপ ও তার স্ত্রীর অর্জিত সম্পদ রাষ্ট্রের হেফাজতে জব্দের নির্দেশ দিয়েছিল।
প্রসঙ্গত, বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার আলোচিত মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামিও।