1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে অর্থাভাবে চিকিৎসা করতে পারছে না ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাকিব

  • আপডেট টাইম :: সোমবার, ২ আগস্ট, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : অর্থাভাবে দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাকিব হাছান রতন নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের এক পা হারাতে বসেছে। চিকিৎসকেরা বলছেন, তার ডান পা কেটে ফেলতে হবে।

দুর্ঘটনার শিকার স্কুল ছাত্র সাকিব হাছান রতন উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের পুর্ব নারায়নপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে ও উত্তর লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জুন বিকেল ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে নরায়নপুর এলাকায় তার বাড়ির সামনে রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় এক বেপরোয়া মোটরসাইকেল চালক তাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভুটু বাবু নামে এক ফেরি ব্যবসায়ীও আহত হন। স্কুলছাত্র সাকিব হাছান রতনের চাচা আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলের চাপায় সাকিব হাছান রতনের ডান পা একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যায়। এতে সাকিব গুরুতর আহত হয়। এ অবস্থায় প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুরে চিকিৎসার পর সাকিবকে ঢাকা হেলথ কেয়ার নামে একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এরপর সেখানে দীর্ঘ ২২ দিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সাকিব হাছান রতনের ডান পা কেটে ফেলার পরামর্শ দেন। অর্থ সংকটের কারনে গত ২৭ জুন সাকিব হাছান রতনকে তার পরিবার বাড়িতে নিয়ে আসে। বর্তমানে সে বাড়িতে আছে।

পরিবারের সদস্যরা জানান, মতিয়ার হোসেনের দুই মেয়ে ও একমাত্র ছেলে সাকিব হাছান রতন। একমাত্র ছেলে সন্তানের এই করুণ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন সাকিব হাছান রতনের পিতা মতিয়ার হোসেন।

মতিয়ার হোসেন বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া তিন বিঘা জমি বন্ধক রেখে এ পর্যন্ত ছেলের চিকিৎসা খরচ চালিয়েছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডাক্তার শাহেন শাহ বলেছেন পা কেটে ফেলতে হবে। এতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথাও যোগাড় করতে পারছি না। এ জন্য তিনি সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতা চেয়ে আকুল আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে খয়েরবাড়ি ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল বলেন, বিষয়টি শুনেছি। ছেলেটির খোজঁ-খবর নিতে তাদের বাড়িতে যাব। ব্যক্তিগতভাবে যতটুকু পারি তাকে সহোযোগিতা করব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল বলেন, বিষয়টি জানা ছিল না। এটি অত্যন্ত মার্মান্তিক ও দুঃখজনক ব্যাপার। একজন ছাত্রের এরকম ঘটনা কষ্টদায়ক। স্কুলের পক্ষ থেকে সহোযোগিতার জন্য বিষয়টি ওই স্কুলের প্রধান শিক্ষককের সাথে কথা বলব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!