1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

প্রত্যক্ষদর্শীর জবানে কাবুল হামলার লোমহর্ষক বর্ণনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী সংগঠন আইএসআইএস-কে। এই হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে দেড় শতাধিক। খবর রয়টার্সের।

হামলার সময় বিমানবন্দরের ভেতরে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার একজন কর্মী হামলার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ ইমিগ্রান্ট ভিসাধারী ওই কর্মী অ্যাবেই গেটের কাছে বিমাবন্দরে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। যেমনটা দাঁড়িয়ে ছিলেন আরও হাজার হাজার মানুষ। প্রায় ১০ ঘণ্টা তিনি সেখানে দাঁড়িয়ে ছিলেন। বিকেল ৫টায় তিনি প্রত্যক্ষ করেন জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা।

তিনি বলেন, ‘আমার মনে হলো কেউ একজন পায়ের তলার মাটি উল্টে দিয়েছে। কিছু সময়ের জন্য মনে হয়েছিল আমার কানের পর্দা ফেটে গিয়েছে। আমি আমার শ্রবণশক্তি হারিয়ে ফেলেছি। আমি দেখছিলাম ঘূর্ণিঝড়ে প্লাস্টিকের ব্যাগ যেমন উড়ে তেমন করে মানুষের শরীর ও শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া অংশ উড়ছিল। আমি বিস্ফোরণ ঘটা স্থানে লাশের স্তুপ দেখেছি। গোটা এলাকায় মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ বিশেষ দেখেছি। আহত নারী, শিশু ও বয়স্ক মানুষের আর্তনাদ শুনেছি।’

‘এ যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। এক জীবনে এতো লাশ, এতো বিভৎষতা দেখা সম্ভব না। যেটা আমি নিজ চোখে আজ দেখেছি। মৃতদেহ ও আহত মানুষগুলো এখানে সেখানে পড়ে ছিল। বিশেষ করে ড্রেনের মধ্যে। এই ড্রেন দিয়ে অল্প অল্প করে যে পানি প্রবাহিত হচ্ছিল সেটা পুরোটা রক্তে ভেসে যাচ্ছিলো। শারীরিকভাবে আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হচ্ছে আজকে আমি যে ঘটনার সাক্ষী হয়েছি সেটার কারণে জীবনে হয়তো কখনো আর স্বাভাবিক হতে পারবো না।’ যোগ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com