মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার কুমরি বটতলা ও কুমরি কাটাজান থেকে বাজিতখিলা-গাজিরখামার রাস্তায় কাঁকরিভাঙ্গা বিলের মাঝে বিধ্বস্ত কালভার্টটি পুননির্মাণ না করায় ১৫ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, বাজিতখিলা ইউনিয়নের জামতলী থেকে গাজিরখামার ও বাজিতখিলা হয়ে শেরপুর সদরে যাতায়াতের ফিডার রোডের সাথে সংযুক্ত এলজিইডি’র এ রাস্তা। এ পথে কালিবাড়ি বাজার, বাজিতখিলা বাজার, কালিতলা বাজার ও গাজিরখামার বাজারে যাতায়াত করেন ১৫ গ্রামের কয়েক হাজার মানুষ।
ভুক্তভোগীরা জানান, বাজিতখিলা, কুমরি কাটাজান, কুমরি বটতলা, খামার, বালিয়া, প্রতাবিয়া, কালিতলা, খরখরিয়া, কামারপাড়া, হোসেনখিলা, সুলতানপুর, তেঘুরিয়া, চৈতাজানি, ঘোনাপাড়া, কালিবাড়ি ও কান্দাপাড়াসহ ১৫টি গ্রামের মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতের জন্য এ রাস্তার উপর নির্ভরশীল। তাই এসব গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ১৯৮৬ সালে ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কাঁকরিভাঙ্গা বিলের মাঝে একটি কালভার্ট নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানায়, প্রায় ৬ মাস আগে কালভার্টটি বিধ্বস্ত হয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়েন এ পথে যাতায়াতকারী হাজারো মানুষ। এমতাবস্থায় কালভার্টটি সংস্কার বা পুননির্মাণ করার উদ্যোগ আজও নেওয়া হয়নি। বর্তমানে এ পথে সকলপ্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে কৃষিপণ্য ও গবাদিপশু আনা- নেওয়ায় চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে স্থানীয় কৃষকদের। কালভার্টটি সংস্কারের অভাবে ৪-৫ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌছতে হচ্ছে পথচারীদের। এতে দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত অর্থ ও সময় অপচয় হচ্ছে।
এমতাবস্থায় বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম ওই স্থানে একটি ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের জরুরী পদক্ষেপ প্রত্যাশা করেছেন।
এ বিষয়ে শেরপুর সদর উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল বলেন, সরেজমিনে দেখে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।