অর্থ ও বাণিজ্য ডেস্ক : দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। ৩৫ টাকার পেঁয়াজ বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
ভারতে পূজা আর বর্ষার কারণে দাম বৃদ্ধি, তার প্রভাবে পেঁয়াজ আমদানি কম হওয়ার কারণে দামও বেড়ে গেছে বলে জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা গেছে, দুইদিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিতে ৩৫ টাকা, আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। দুইদিন আগে খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা ৩২ টাকা দরে পাইকারি ক্রয় করে তা খুচরা বিক্রি করেছে ৩৫ টাকা কেজি দরে। আজ সেই পেঁয়াজ ৪৫ টাকা দরে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করছে তারা ৫০ টাকা কেজি দরে।
এদিকে, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়াতে বিপাকে পড়ছে পেঁয়াজ ব্যবসায়ীরা। আবার দাম বৃদ্ধির কারণে হিমশিম খাচ্ছেন খেটে খাওয়া দিনমজুরেরা।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা জানান, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে, দুই দিন আগে যে পেঁয়াজ ৩২ টাকা দরে পাইকারি কিনেছি, সেই পেঁয়াজ ৪৫ টাকা দরে কিনলাম। তা আবার খুচরা বিক্রি করছি ৫০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়াতে সাধারণ ক্রেতারা দরদাম নিয়ে করছে।
হিলি বাজারে পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হওয়াতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা আমদানিকারকদের নিকট ৪৩ টাকা দরে ক্রয় করে তা পাইকারি বিক্রি করছি ৪৫ টাকা কেজি দরে।’
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমানিকারক মনোয়ার হোসেন চৌধুরী জানান, ভারতেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ৩৬৫ থেকে ৪৫০ ডলারে আমরা পেঁয়াজ আমদানি করছি। তা আবার বিভিন্ন দরে ৩৮, ৪০ ও ৪২ টাকা কেজি দরে ব্যবসায়ীদের নিকট পাইকারি দেওয়া হচ্ছে। গতকাল আমার দুই গাড়িতে ৪০ মেট্রিকটন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারতে দুর্গাপূজা ও বর্ষার কারণে উৎপান কমে গেছে। যার কারণে ওই দেশে দাম একটু বৃদ্ধি পেয়েছে। তবে আশা করছি পূজার পর পেঁয়াজের দাম স্বাভাবিক হবে। গতকাল রোববার ২৫ ট্রাক পেঁয়াজ এই বন্দরে আমদানি হয়েছে।