1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

শ্রীবরদীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়েছে অভিযুক্ত রতন ওরফে বোরহান উদ্দিন ও তার স্বজনরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে ভেলুয়া ইউনিয়নের ৪৫ নং কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রতন ওরফে বোরহান উদ্দিন ওই বিদ্যালয়ের সভাপতি ও ঢনঢনিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে বোরহান উদ্দিন জাতীয় পরিচয় পত্রের তথ্য গোপন করে রতন নাম ব্যবহার করে জন্ম নিবন্ধন দিয়ে ৪৫ নং কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরী পদে চাকুরি নেয়। নৈশ প্রহরী পদে নিয়োগ প্রাপ্ত হলে একই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে ওই নিয়োগের অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। রতন ওরফে বোরহান উদ্দিন নিয়োগ পেয়ে বিদ্যালয় মাঠে কয়েকটি দোকান ঘর উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছে।
সম্প্রতি ৪৫নং কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী কাম দপ্তরী রতনের জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এসে এলাকাবাসীর পক্ষে ঢনঢনিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল আজিম খোকন বাদী হয়ে গত ২৩ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এছাড়াও ওই বিদ্যালয় মাঠে অবৈধ দোকান পাঠ উচ্ছেদের জন্য আবেদন করে ঢনঢনিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সুলতান মিয়া ও একই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে শামস উদ্দিন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।
অভিযোগগুলো নিয়ে অভিযুগকারী ব্যক্তিরা স্থানীয় সাংবাদিকদের স্মরণাপন্ন হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি ফরিদ আহম্মেদ রুবেল, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি রমেশ সরকার ও দৈনিক আমার সংবাদ পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি তাসলিম কবির বাবু ৪৫নং কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংগ্রহের জন্য গেলে অভিযুক্ত রতন ওরফে বোরহান উদ্দিন, মাসুদ রানাসহ অভিযুক্তের আত্মীয়-স্বজনরা বিদ্যালয় মাঠে এসে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়।
পরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল আলম মুকুল ও ঢনঢনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক সিদ্দিকী ঘটনাস্থল থেকে সাংবাদিকদের নিয়ে মিজান বাজারে রেখে যান। এ ঘটনায় শ্রীবরদী উপজেলায় কর্মরত সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!