1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

ইলিশ শিকারে সাগরে যাত্রার অপেক্ষায় জেলেরা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ বরফ তুলছেন, অনেকে ট্রলার মেরামত করছেন। আগামীকাল সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে গভীর সাগরে ইলিশ শিকারে যাত্রা করবে হাজার হাজার ট্রলার। তাই শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত পটুয়খালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।

মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য গত ৪ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষণা করে সরকার। এ সময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিলো। প্রতি বছর মৎস্য বিভাগের সময়োপযোগী এমন সিদ্ধান্তে মাছের উৎপাদন বাড়ায় খুশি জেলেরা। তবে কর্মহীন এ সময়ে জেলেপ্রতি দেওয়া হয় মাত্র ২০ কেজি চাল। সেটাও কাঙ্ক্ষিত সময়ে পায়নি জেলেরা। তাই নিষেধাজ্ঞাকালীন প্রনোদনা বাড়ানোর দাবি জানান মৎস্য সংশ্লিষ্টরা।

এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি করিম মুন্সী বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা সাগরে মাছ শিকার করিনি। এ বছর ভরা মৌসুমে তেমন ইলিশ ধরা পড়েনি। আশা করি নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।’

অপর মাঝি রহমান মিয়া বলেন, ‘অবরোধের শেষ সময়ে চাল পেয়েছি। তাও ২০ কেজি। পরিবারের সদস্যদের নিয়ে এ চাল দিয়ে কিছুই হয় না। আগামী অবরোধে সরকারকে চাল বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

কুয়াকাটা আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘দীর্ঘ ২২ দিন জেলেদের কষ্টে কাটছে। তবুও আমরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে যাইনি। জেলেদের কষ্টের দিন শেষ হতে যাচ্ছে। মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন তারা। চলছে জাল, নৌকা, ইঞ্জিন মেরামত করার কাজ।’

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল্লাহ জানান, এবার ইলিশ রক্ষা অভিযান শতভাগ সফল হয়েছে। এতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ২২ দিনের ইলিশ নিষেধাজ্ঞার সময় বরাদ্দকৃত চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। আগামীকাল রাত ১২টা পর থেকে জেলেরা সাগর ও নদীতে মাছ শিকারে যেতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com