বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে সিট বরাদ্দ পেতে শিক্ষার্থীদের কাছ থেকে সাতটি শপথ নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কোনো ধরনের র্যাগিংয়ে না জড়ানো, সহপাঠীদের বিরুদ্ধে অপবাদ না দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের রুটিন ক্লাস বর্জন না করাসহ ওই সাতটি শপথের ফরমে স্বাক্ষর করে হলে উঠতে হচ্ছে শিক্ষার্থীদের।
শনিবার থেকে বুয়েটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এর আগে শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হলে সিট বরাদ্দ দেয়া হয়েছে। আর হলে উঠার আগে ওই সাত শপথের ফরমে স্বাক্ষর করতে হচ্ছে শিক্ষার্থীদের।
১. বুয়েটে র্যাগিং নিষিদ্ধ এবং এ সংশ্লিষ্ট নির্দেশনাগুলো সম্পর্কে অবগত থাকা।
২. র্যাগিংয়ের আওতায় আসে এমন কোনো আচরণ বা কাজ করা থেকে বিরত থাকা। কোনো ধরনের র্যাগিংয়ে নিজে জড়াবে না এবং এর প্রশ্রয় এবং প্রচার থেকে দূরে থাকবে। কাউকে শারীরিক বা মনস্তাত্ত্বিকভাবে ক্ষতি না করা বা অন্য কোনো ক্ষতি করবে না।
৩. যদি কোনো সময় কারো বিরুদ্ধে র্যাগিংয়ের অপরাধ প্রমাণিত হয়, তাহলে বুয়েট এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে বাধ্য থাকবে।
৪. অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি বাতিল বা বহিষ্কৃত হয়নি- এটার নিশ্চয়তা প্রদান করা।
৫. বিশ্ববিদ্যালয়ের সহপাঠীসহ যে কাউকে কোনো সামাজিক মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহার করে কখনও অপমান না করা।
৬. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রুটিন ক্লাস বর্জনসহ বিশ্ববিদ্যালয় কার্যক্রম বা শ্রেণিকক্ষকে তালাবদ্ধ করে রাখা যাবে না।
৭. উপরের বিষয়গুলো বুঝা ও সম্মত হওয়া এবং কোনো অপরাধের সাথে জড়িত থাকলে বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত কর্তৃপক্ষ শাস্তি দিবে।