1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

দশজনের সেভিয়াকেও হারাতে পারলো না বার্সা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল সেভিয়া ও বার্সেলোনা। রামোন সানচেজ পিজ্জুয়ান স্টেডিয়ামে ৬৪ মিনিটে দশজনের দলে পরিণত হওয়া সেভিয়াকেও হারাতে পারেনি বার্সা। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা।

এই ড্রয়ে ১৮ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে কাতালানরা। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। ১৮ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

পয়েন্ট টেবিল বিবেচনায় এই ড্র বার্সেলোনার জন্য জয়ের সমান। কারণ, সেভিয়া সেই অনেকদিন ধরেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান নিজেদের দখলে রেখেছে। অন্যদিকে বার্সেলোনা পয়েন্ট টেবিলের সপ্তম থেকে নবম স্থানের মধ্যে উঠানামা করছে। সেই সেভিয়ার মাঠে, দশজনের বিপক্ষে ড্র করেছে জাভির শিষ্যরা।

অবশ্য ৩২ মিনিটে বার্সেলোনা পিছিয়েও পড়েছিল। এ সময় কর্নার পায় সেভিয়া। তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপো গোমেজ পেনাল্টি বক্সের জটলা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কর্নার থেকে তাকে উদ্দেশ্য করে ব্যানানা শট নেন ইভান রাকিটিচ। গোমেজের নেওয়া ডান পায়ের নিচু শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড়সহ গোলরক্ষক রীতিমতো বোকা বনে যান।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি কাতালানের ক্লাবটি। বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় তারা। তাদের গোলটিও আসে কর্নার থেকে। এ সময় (৪৫ মি.) কর্নার পায় বার্সা। কর্নার থেকে ওসমানে দেম্বেলের নেওয়া উঁচু শটে বেশ খানিকটা লাফিয়ে উঠে হেড নেন রোনাল্ড আরাউজো। বল জালে আশ্রয় নেয়। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৬৫ মিনিটে দশজনের দলে পরিণত হয় সেভিয়া। এ সময় বাজে ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন তাদের জুলেস কৌন্ডে। বাকি সময় দশজন নিয়ে খেলেও কোনো গোল হজম করেনি তারা। অর্থাৎ বার্সেলোনা প্রাণপণ চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি। তাতে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com