1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

থানচি-রোয়াংছড়ি ভ্রমণে ৩ দিনের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

বান্দরবন: চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবনের থান‌চি ও রোয়াংছ‌ড়ি‌ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আগামী ২৪-২৬ ডিসেম্বর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৩‌ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর জেলার রোয়াংছ‌ড়ি ও থান‌চি‌র ৮ ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ দু‌টি উপজেলার মধ্যে থান‌চি‌তে নাফাখুম, বড় পাথর, রেমাক্রি ফলস, এবং রোয়াংছ‌ড়ি‌তে দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র রয়েছে। আর এসব স্থানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ভ্রমণে আসে। তাই এ দুই উপজেলায় তিন দিনের জন্য পর্যটক ও বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ বিষ‌য়ে বান্দরবনের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ কর‌তে ৩ দিন জেলার রোয়াংছড়ি ও থানচির পর্যটনকেন্দ্রে পর্যটকসহ সব বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের যাতায়াতে সমস্যা নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com