1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এর ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সোমবার রাতে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে  (২১-২৫, ২৫-১৪, ২৬-২৪, ২৫-১৩, ১৫-১৩) হারিয়ে ফাইনালে নাম লেখায় হরষিত বিশ্বাসরা।

চার ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা। চার ম্যাচের চারটিই জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে অপর ফাইনালিস্ট শ্রীলঙ্কা। আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সোমবার প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেট ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের পর তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হারের পর চতুর্থ সেটে ২৫-১৩ জিতে বাংলাদেশ। পঞ্চম সেটে স্বাগতিকরা জয় পায় ১৫-১৩ পয়েন্টে। তাতে নিশ্চিত হয় ফাইনাল।

মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ফাইনাল অনুষ্ঠিত হবে। আর দুপুড় দেড়টায় হবে স্থান নির্ধারণী ম্যাচে। সেখানে মুখোমুখি হবে নেপাল ও উজবেকিস্তান।

প্রথম ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও হারায় ৩-০ সেটে। তবে আশা জাগিয়ে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরে যায় বাংলাদেশ।

২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপা জেতা বাংলাদেশ ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ। তিন বছর পর আবার ফাইনালে উঠলো স্বাগতিকরা। এবার শিরোপা জিততে পারে কিনা দেখার বিষয়।

এবারের এই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এর টাইটেল স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com