1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

সফল নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেলেন ৩৫ নারী

  • আপডেট টাইম :: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, ঢাকা: বাংলাদেশে আর্থসামাজিক  অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু চাকুরীর বাজার নয়,বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে নারীদের অনুপ্রাণিত করতে ১ জানুয়ারী সেগুনা বাগিচা কচিকাঁচার মিলনয়াতনে সারা বাংলাদেশের ৩৫ জন পরিশ্রমী আত্ননির্ভরশীল সফল নারী উদ্যোক্তা’কে সম্মননা অ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয় “আমরা নারী আমরা উদ্যোক্তা”সংগঠনটি।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসাইন। সভাপতিত্ব করেন “আমরা নারী আমরা উদ্যোক্তা“ সংগঠনের সভাপতি রহিমা আক্তার সুইটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবলিক স্পিকার সোসাল এন্টারফ্রেন্স অব কানাডা’র শমশের আলী হেলাল, মাইন্ড জিম কাউন্সিলর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র ড. আলমাসুর রহমান, বেসিক’র সাবেক চেয়ারম্যান মোস্তাক হাসান, মাস্টার কার্ফমেন এন্ড ডিজাইন বেসিক’র জসিম উদ্দিন, কডিনেটর অব ইউর্থ প্রোগ্রাম দৈনিক প্রথম আলো’র মুনির হাসান, ডিরেক্টর ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র সাইদুর রহমান, কর্পোরেট টেইনার এন্ড পাবলিক স্পিকার মিশু শান্ত ভূইয়া, এসআর এডমিন স্টার সিনেপ্রেক্স’র লালয়া নাজনিন, কানাডিয়ান ইউনিভার্সিটি’র ইংরেজি লেকচারার উপমা আহমেদ, ফাউন্ডার এন্ড সিইও সেনবিস রুবিয়াত ফাতেমা তনী, ফাউন্ডার সেলস বাংলাদেশ’র আকবর হোসাইন।

আরো উপস্থিত ছিলেন- মাহা রহমান, সুরাইয়া আক্তার, নাহিদা সুলতানা, শাম্মী আক্তার, নুরুর নাহার, আসমা আক্তার সুমি, মিস্টি সুইটি, সালেহা বেগম, সাখাওয়াত হোসেন মজুমদার, স্বপন খান, ইতি আহসানুল, আরোনী চৌধুরী, শিরিন রহমান, শেফালি আক্তারসহ আরো অনেক নারী উদ্যোক্তা।

নতুন বছরকে সামনে রেখে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যেতে চায় বলে জানান,আমরা নারী আমরা উদ্যোক্তার সভাপতি,রহিমা আক্তার সুইটি।কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com