1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

ভারতকে হারিয়ে বাংলাদেশকে এক ধাপ পিছিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ‘অসাধ্য সাধন’। মাউন্ট মঙ্গানুইতে দাপুটে এক জয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে উঠে এসেছিল তালিকার পাঁচ নম্বরে।

তবে একদিন পেরোতেই টাইগারদের এক ধাপ নিচে নামিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

এই জয়ের পর দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। বাংলাদেশ নেমে গেছে ছয়ে।

যদিও বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন সমান। তবে শতাংশ ব্যবধানে এগিয়ে থেকেই ওপরে রয়েছে প্রোটিয়ারা। তাদের জয়ের হার ৫০ শতাংশ, বাংলাদেশের ৩৩.৩৩।

অ্যাশেজে টানা তিন টেস্ট জেতা অস্ট্রেলিয়া শতভাগ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। শতভাগ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা।

৩৬ পয়েন্ট আর ৭৫ শতাংশ জয় নিয়ে তিন নম্বরে রয়েছে পাকিস্তান। ভারতের পয়েন্ট সবচেয়ে বেশি (৫৩)। কিন্তু শতাংশ ব্যবধানে (৫৫.২১) পিছিয়ে থাকায় তারা পাকিস্তানের পর চার নম্বরে।

এদিকে বাংলাদেশের নিচে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। মাত্র ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে অ্যাশেজ সিরিজে টানা তিন টেস্ট হারা ইংলিশরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com