1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন ডেভন কনওয়ে

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রিকেটার ডেভন কনওয়ে যেন একটি রান মেশিন। উইকেটে নামলে রান আসবেই তার ব্যাট থেকে। এটা যেন অবধারিত। বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে আজ তিনি অপরাজিত রয়েছেন ৯৯ রানে। আর এক রান করলেই সেঞ্চুরি।

তবে, বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেই ক্রিকেট ইতিহাসে এক অনন্য নজির গড়ে ফেললেন কিউই এই ক্রিকেটার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম পাঁচ ম্যাচেই পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে হ্যাগলি ওভালে অর্ধশতরানের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে।

হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে আজ। এই ম্যাচে দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড। মাত্র ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে নিউজিল্যান্ড। দলের ওপেনার এবং অধিনায়ক টম ল্যাথাম তার সেঞ্চুরি পূর্ণ করে এখন রয়েছেন ডাবল সেঞ্চুরির পথে।

উইল ইয়ং এবং ডেভন কনওয়েও ফিফটি করেছেন। ইয়াং আউট হলেও, কনওয়ে অধিনায়ক ল্যাথামের সাথে ক্রিজে রয়েছেন। কনওয়ে টেস্ট ক্রিকেটে তার অর্ধশত পূর্ণ করেন মাত্র ৮৩ বলে। তার ইনিংসে ছিল ৫ চার ও একটি ছক্কা দিয়ে বাঁধানো। এ ফিফটি করার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে আরও একটি নতুন ইতিহাস সৃষ্টি করলেন কনওয়ে।

৩০ বছর বয়সী কনওয়ে তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম ৫ ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে। তিনি ৬০.০২ স্ট্রাইক রেটে ফিফটি করেন।

এখন পর্যন্ত তার ক্যারিয়ারে ৫ টেস্ট ম্যাচের ৯ ইনিংসে একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি করেছেন কনওয়ে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০, এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৮০, সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ৫৪ এবং মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের বিরুদ্ধে ১২২ রান করেছিলেন কনওয়ে।

ইনজুরির কারণে ভারত সফরে যেতে পারেননি কনওয়ে। তিনি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি করেন এবং প্রথম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে প্রথম ৭ টেস্টে চার ফিফটি বা তার বেশি করেন। কনওয়ে ১০১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন। কনওয়ে এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!