স্পোর্টস ডেস্ক : পঞ্চম ও শেষ টেস্টেও ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিনেই হেরেছে ১৪৬ রানের ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩০৩/১০ ও ১৫৫/১০
ইংল্যান্ড: ১৮৮/১০ ও ১২৪/১০।
ফল: অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী।
ম্যাচসেরা: ত্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
সিরিজ সেরা: ত্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
রোববার তৃতীয় দিন অস্ট্রেলিয়াকে ১৫৫ রানেই অলআউট করে তারা। তাতে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭১ রান। সেই রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ৬৮ তোলে তারা। এরপর শুরু হয় ব্যাটিং বিপর্যয়। ৬৮ থেকে ১২৪ রানে যেতেই তারা অলআউট হয়ে যায়। অর্থাৎ মাত্র ৫৬ রানের ব্যবধানে তারা ১০টি উইকেট হারায়।
ব্যাট হাতে জ্যাক ক্রাউলি সর্বোচ্চ ৩৬ রান করেন। ২৬ রান করেন ররি বার্নস। জোট রুট ও মার্ক উড ১১টি করে রান করেন। ১০টি রান আসে দাওয়িদ মালানের ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন ৩টি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন মিচেল স্টার্ক।