স্পোর্টস ডেস্ক : ম্যাচের দুই অর্ধে দারুণ দুটি গোল করলেন দিয়েগো জটা। পর্তুগিজ ফরোয়ার্ডের এমন নৈপুণ্যে সহজেই আর্সেনালকে হারালো লিভারপুল।
এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ২-০ গোলের জয়ে কারাবাও কাপের ফাইনালে নাম লিখিয়েছে জার্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।
আগামী ২৭ ফেব্রুয়ারি ওয়েম্বলির ফাইনালে লিভারপুল মুখোমুখি হবে চেলসির। শেষ চারে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় টমাস টুখেলের দল।
প্রথম লেগে বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলেও লিভারপুলকে রুখে দেওয়া আর্সেনাল এবার সুযোগ পেয়েছিল শুরুতেই। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু আলেসান্দ্রো লেকাজেতের শট ক্রসবারে লেগে ফেরত আসে।
১৯তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করেন জটা।
দ্বিতীয়ার্ধের গোলটিও পর্তুগিজ ফরোয়ার্ডের। অ্যাসিস্ট সেই অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। ৭৭ মিনিটে তার ক্রস বুক দিয়ে নামিয়ে ডি-বক্সে ঢুকে চিপ শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন জটা।
রেফারি শুরুতে অবশ্য অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন। তবে ভিএআরে সিদ্ধান্ত পাল্টাতে হয় তাকে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
ম্যাচের শেষ সময়ে এসে আবার আরেকটি ধাক্কা খেয়েছে আর্সেনাল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফাবিনিয়োকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার টমাস পার্টি।