স্পোর্টস ডেস্ক : এলচের মাঠে কঠিন এক পরীক্ষায় পাস করে গেলো রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকা ম্যাচটিতে অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে চরম বিপদে পড়েছিল কার্লো আনচেলত্তির দল।
১০ জনের দলে পরিণত হওয়ার পরপরই তারা গোলও হজম করে বসে। তবে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে দারুণভাবে ম্যাচটি নিজেদের করে নেয় দলটি।
বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে রোমাঞ্চকর এক লড়াইয়ে ২-১ গোলে জিতে কোপা দেল রের শেষ আটে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচে বল দখল কিংবা শট-এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। নির্ধারিত সময়ে তাদের আটকেই রেখেছিল ঘরের মাঠের এলচে। অতিরিক্ত সময়ে এসে তারাই বরং এগিয়ে যায়।
১০২ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় রিয়াল। নিজেদের ডি-বক্সের বাইরে বিপজ্জনক সীমানায় প্রতিপক্ষের তেতে মরেন্তেকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্সেলো। ওই ফ্রি-কিকেই এগিয়ে যায় এলচে।
গনসালো ভের্দুর প্রথম শট রক্ষণ দেয়ালে আটকে গিয়েছিল। ফিরতি বল পেয়ে আবার শট নেন তিনি। সামনে কাসেমিরোর পায়ে লেগে দিক পাল্টে বল জড়িয়ে যায় জালে।
তবে এরপরই তিন বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। ১০৮ মিনিটে বাঁ দিক থেকে ডি-বক্সের মাঝ বরাবর পাস দেন কাসেমিরো, শট নেন দানি সেবাইয়োস। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লে ফ্লিকে বলের দিক পাল্টে জালে জড়ান ইসকো।
১১৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন এডেন হ্যাজার্ড। ডেভিড আলভার পাস থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন বেলজিয়াম ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।