স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে শুভ সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। সেটার ধারাবাহিকতা ধরে রেখেছে দ্বিতীয় ম্যাচেও। রোববার সকালে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকেও উড়িয়ে দিয়েছে সালমা-মুর্শিদারা। হারিয়েছে ৯ উইকেটের ব্যবধানে।
কুয়ালালামপুরের কিনরারা একাডেমি মাঠে সকালে টস জিতে আগে ব্যাট করতে নামা স্কটল্যান্ডের মেয়েদের ১৭.৩ ওভারে ৭৭ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর ১৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগ্রেসরা।
অবশ্য রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক ক্যাথরিন ব্রাসির বলে উইকেটের পেছনে সারা ব্রাসির হাতে ক্যাচ দিয়ে আউট হন শামীমা সুলতানা।
এরপর অবশ্য আর বেগ পেতে হয়নি বাংলাদেশকে। মুর্শিদা খাতুন ও ফারজানা হকের ব্যাটে ভর করে অনায়াস জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে নিগারবাহিনী।
মুর্শিদা ৫৫ বলে ৬টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৫০ রান করেন। আর ফারজানা ৩৬ বলে ১ চারে করেন অপরাজিত ২০ রান।