স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো বার্সেলোনা। তবে আলাভেসের মাঠে এই জয় তুলে নিতে রীতিমত ঘাম ঝরেছে জার্ভি হার্নান্দেজের দলের।
শেষদিকে গিয়ে ফ্রেংকি ডি ইয়ং পূর্ণ পয়েন্ট এনে দিয়েছেন দলকে। তার গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।
বরাবরের মতো বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে বারবার খেই হারানোর অভ্যাসটা এই ম্যাচেও কাটেনি বার্সেলোনার। ফলে ৮৭ মিনিট পর্যন্ত গোলের জন্য হা-হুতাশ করতে হয়েছে তাদের।
শেষ পর্যন্ত দলের হতাশা কাটিয়েছেন ডি ইয়ং। বাঁ দিক থেকে জর্দি আলবার ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রস থেকে তরেস বল ধরে ফাঁকায় পাস দিয়েছিলেন তাকে। গোল তুলে নিতে ভুল করেননি ডাচ মিডফিল্ডার।
আলাভেস অবশ্য অফসাইডের আবেদন করেছিল। কিন্তু ভিআর দেখে গোলের পক্ষেই রায় দেন রেফারি। ফলে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ের পর ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বার্সা। এক ম্যাচ বেশি খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
২২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তলানির দিকে ১৯ নম্বরে আলাভেস। ৮৭ মিনিট পর্যন্ত বার্সাকে আটকে রাখা দলটি একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে সেটিই হতো তাদের জন্য জয়ের সমান।