1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

১১১ রানে অল আউট বাংলাদেশ

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

স্পোর্টস ডেস্ক : স্কোর: বাংলাদেশ ১১১/১০

৫৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলীয় রান একশ হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে উদ্ধার করলেন মেহরব হাসান ও আশিকুর রহমান। দুজনের ৫০ রানের জুটিতে বাংলাদেশের দলীয় রান একশ পেরিয়ে যায়। কিন্তু তাদের জুটি ভাঙার পর আবার ওলটপালট বাংলাদেশের ইনিংস। তালগোল পাকানো ব্যাটিংয়ে ১১১ রানেই অল আউট বাংলাদেশ।

জুটির রান মাইলফলকে পৌঁছার পরপরই হাল ছেড়ে দেন মেহরব। অফ স্পিনার আংক্রিশকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পড হন সর্বোচ্চ ৩০ রান করা মেহরব। ওই ওভারেই সঙ্গী আশিকুরও ফিরে যান। মিস ফিল্ডিংয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন ১৬ রান করা আশিকুর। শেষ ব্যাটসম্যান হিসেবে সাকিব হাওয়ায় ক্যাচ উঠালে তা তালুবন্দি করে বাংলাদেশকে লজ্জায় ডুবান ওসটাল।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই বাজে অবস্থায় ছিল বাংলাদেশ। ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। পেসার রবির কুমারের বোলিং তোপে রান তোলাই যেন ভুলে যান ব্যাটসম্যানরা।

গতবারের দুই ফাইনালিস্ট এবার শেষ আটেই লড়ছে। অ্যান্টিগায় মুখোমুখি হয়েছে দুই দল। উইকেট খানিকটা মন্থর। তবে সকালে বোলাররা সুবিধা পাবে তা জানা সবারই। প্রথম পাওয়ার প্লে’র ১০ ওভারে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২০। পরের ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় আরো ২৮ রান। ২১তম ওভারে বাংলাদেশের স্কোর ৫০ স্পর্শ করে।

বাঁহাতি পেসার রবি প্রথম স্পেলে নেন ৩ উইকেট। ৫ ওভারের স্পেলে ৫ রানে তার শিকার ৩ টপ অর্ডার ব্যাটসম্যান। শুরুতেই মাহফিজুল ইসলামকে ভেতরে ঢোকানো বলে বোল্ড করেন ২ রানে। পরের ওভারে ফিরে বাঁহাতি ওপেনার ইফতেখার হোসেনকে পয়েন্টে তালুবন্দি করান। অষ্টম ওভারে তার শিকার নাবিল। দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপ খেলতে যাওয়া নাবিল হতাশ করেন। প্রায় বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন বাঁহাতি ব্যাটসম্যান।

এরপর স্পিনার ভিকি ওসটাল এক ওভারেই নেন আরিফুল ও ফাহিমের উইকেট। আরিফুল উইকেটের পেছনে ক্যাচ দেন। ফাহিম নিজের তৃতীয় বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন। রাকিবুল ক্রিজে এসে ভালো কিছুর আশা দেখাচ্ছিলেন। কিন্তু তাকেও বেশিক্ষণ টিকতে দেয়নি ভারতীয়রা। কুশাল থাম্বের বলে এলবিডব্লিউ হয়ে রাকিবুল আউট হন ৭ রানে। বাংলাদেশ সবচেয়ে বড় ধাক্কা খায় আইচ মোল্লাকে হারিয়ে। থিতু হয়ে আক্রমণ চালানোর পরিকল্পনায় থাকা এ ব্যাটসম্যান ১৭ রানে রান আউট হন।

সেখান থেকে প্রতি আক্রমণে দলের হাল ধরেন মেহরব ও আশিকুর। দ্রুত রান না তুললেও দলের চাহিদা পূরণ করছিলেন। তাতে বাংলাদেশের স্কোরবোর্ডও সচল ছিল। মেহরব ছিলেন সাবলীল। কোনো জড়তা ছাড়াই এগিয়ে যায় তার ইনিংস। কিন্তু ভুল এক শট খেলতে গিয়ে দলকে শেষ দিকে বিপদে ঢেলে দেন এ ব্যাটসম্যান। ৪৮ বলে ৬ বাউন্ডারিতে সর্বোচ্চ ৩০ রান করেন মেহরব। আশিকুর সিদ্ধার্থ যাদবের সরাসরি থ্রোতে রান আউট হওয়ার আগে ২৯ বলে ১৬ রান করেন। শেষমেশ বাংলাদেশ গুটিয়ে যায় ১১১ রানে।

বল হাতে রবি ১৪ রানে পেয়েছেন ৩ উইকেট। এছাড়া ওসটাল ২৫ রানে পেয়েছেন ২উইকেট। বোলিংয়ে দাপট দেখানোর পাশাপাশি ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিল ভারত। বোলিং ছিল নিয়ন্ত্রিত। আলগা কোনো বলই করেননি। ফিল্ডাররা মিস করেননি কোনো ক্যাচ। রান আউট করেন দুইটি। সব মিলিয়ে ফিল্ডিংয়ে গতবারের রানার্সআপরা ছিল অসাধারণ।

যুব ক্রিকেটে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ২৪ ম্যাচে। সেখানে ভারতের ১৯ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র ৪টিতে! একটিতে ফল আসেনি। আজ যারা জিতবে তারা চলে যাবে সেমিফাইনালে। ২ ফেব্রুয়ারি সেমিফাইনালে তাদের অপেক্ষায় অস্ট্রেলিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com