1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

ফাঁকা বারেও ব্যর্থ রোনালদো, পয়েন্ট হারালো ইউনাইটেড

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

স্পোর্টস ডেস্ক : গোলরক্ষককেও কাটিয়ে ফাঁকা বারের সামনে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেখান থেকে আর জালে বল প্রবেশ করাতে পারেননি এ পর্তুগিজ সুপারস্টার। গোলখরার ধারাটা টানা ছয় ম্যাচে উন্নীত করে আরও একবার হতাশাজনক পারফরম্যান্স দেখালেন রোনালদো।

দলের সবচেয়ে বড় তারকার এমন পারফরম্যান্সের দিন জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডও। নিজেদের ঘরের মাঠে সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। অথচ একই দলকে গত মৌসুমে ঘরের মাঠে ৯ গোল দিয়েছিল ইউনাইটেড।

শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া ম্যাচটিতে সপ্তম মিনিটেই সহজতম সুযোগটি পেয়েছিলেন রোনালদো। জ্যাডন স্যানচোর বুদ্ধিদীপ্ত পাসে অফসাইডের ফাঁদ ভেঙে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তখন সামনে শুধুই ফাঁকা গোলবার।

কিন্তু রোনালদোর বাম পায়ের দুর্বল শট জালে জড়ানোর আগেই এক ডিফেন্ডার এসে ফিরিয়ে দেন। ম্যাচের ৭২ মিনিটে আরও একবার খলনায়ক হন রোনালদো। তখন ব্রুনো ফার্নান্দেসের ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান সানচো। কিন্তু রোনালদো অফসাইডে থাকায় বাতিল হয় সেই গোল।

এর আগে অবশ্য ম্যাচের ২১ মিনিটের মাথায় ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন সানচো। ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত থ্রু পাস ধরে সানচোর উদ্দেশ্যে আড়াআড়ি ক্রস দেন মার্কাস র‍্যাশফোর্ড। দূরের পোস্টে দাঁড়িয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন সানচো।

cr71

পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড হারায় স্বাগতিকরা। ম্যাচের ৪৮ মিনিটের সময় ইউনাইটেডকে হতাশার সাগরে ভাসিয়ে সমতা ফেরান চে এডামস। ম্যাচের বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ইউনাইটেড।
এ নিয়ে টানা ছয় ম্যাচে গোলবঞ্চিত রইলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ক্যারিয়ারে এর চেয়ে বড় গোলখরা ছিল সবশেষ ২০০৮-০৯ মৌসুমে। সেবার টানা সাত ম্যাচ গোলের দেখা পাননি তিনি। এবারের গোলখরা কবে কাটবে সেটিই দেখার।
সাউদাম্পটনের সঙ্গে ড্র করার পর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট। ইউনাইটেডের সমান ২৪ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে সাউদাম্পটন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com