1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

সুর্যকুমারের ব্যাটের তাণ্ডবে বড় স্কোর ভারতের

  • আপডেট টাইম :: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় ম্যাচে ৮ রানের শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বিরাট কোহলির দল। শেষ ম্যাচটা ভারতের জন্য তাই হয়ে দাঁড়িয়েছে আনুষ্ঠানিকতার এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য হয়ে গেছে মান রক্ষার।

এমন ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের সামনে ১৮৪ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে স্বাগতিক ভারত। সুর্যকুমার যাদবই ঝড় তুলেছিলেন ব্যাট হাতে। ৩১ বল খেলে তিনি করেন ৬৫ রান। ১টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৭টি। একের পর এক ছক্কায় বল গ্যালারিতে নিয়ে গিয়ে আছড়ে ফেলেন তিনি।

ঋুতুরাজ গায়কোয়াড় এবং ইশান কিশান ইনিংস ওপেন করতে নামেন। ঋুতুরাজ ৮ বল খেলে ৪ রান করে আউট হয়ে যান। তবে ইশান কিশান ৩১ বল খেলে ৩৪ রান করে দলের রানের চাকায় গতি আনেন। তার সঙ্গে যোগ হন স্রেয়াশ আয়ার। ১৬ বল খেলে ২৫ রান করেন তিনি।

রোহিত শর্মা ব্যাট করতে নামেন চার নম্বরে। ১৫ বলে তিনি করেন ৭ রান। শেষ দিকে সুর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আয়ার মিলে রানকে চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যান। ১৯ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ আয়ার।

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, রস্টোন চেজ, হেইডেন ওয়ালশ এবং ডোমিনিক ড্রেকস ১টি করে উইকেট নেন।

এই ম্যাচে দুই দলই চারটি করে পরিবর্তন আনে। ভারতীয় দলে বিরাট কোহলি এবং রিশাভ পান্তকে বিশ্রাম দেয়া হয়। তৃতীয় ম্যাচের আগে তারা দু’জনই বায়ো-বাবল ভেঙেছেন। ভুবনেশ্বর কুমারের পরিবর্তে পেসার আভেশ খানকে অভিষেক করিয়েছে ভারত। এছাড়া ইয়ুজবেন্দ্র চাহালকেও বিশ্রাম দিয়েছে ভারতীয় দল।

ওয়েস্ট ইন্ডিজ দলে প্রবেশ করেছেন ফ্যাবিয়েন অ্যালেন, হেইডেন ওয়ালশ জুনিয়র, ডোমিনিক ড্রেকস এবং শাই হোপ। বাদ দেয়া হয়েছে ব্রেন্ডন কিং, ওডেন স্মিথ, আকিল হোসেন এবং শেলডন কটরেলকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com