স্পোর্টস ডেস্ক : প্রথম চারম্যাচ টানা পরাজয়। সিরিজ তো আগেই খুইয়েছে। এবার শেষ ম্যাচে শ্রীলঙ্কার সামনে মিশন ছিল লজ্জা এড়ানোর। সেই মিশনে আপাতত সফল দাসুন সানাকার দল। একেবারে শেষ মুহূর্তে এসে ৫ উইকেটের ব্যবধানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে সফরকারী লঙ্কানরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে ১ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৫৮ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। এছাড়া অধিনায়ক দাসুন সানাকা ৩১ বলে ৩৫ রান করে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন।
১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বলে ১৩ রান করে আউট হয়ে যান পাথুম নিশাঙ্কা। তিন নম্বরে নামা কামিল মিশ্র ৩ বলে আউট হন ১ রান করে। চারিথ আশালঙ্কা ৯ বলে করেন ২০ রান।
জানিথ লিয়ানাগে আউট হন ৯ বলে ৮ রান করে। দাসুন সানাকা ২ ছক্কায় ৩৫ রান করলেই জয়ের পাল্লাটা শ্রীলঙ্কার দিকে হেলে পড়ে। ১৫৪ রানের মাথায় আউট হয়ে যান সানাকা। শেষ রানটি নিতে মাঠে নামেন চামিকা করুনারত্নে।
অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন কেন রিচার্ডসন এবং ১টি উইকেট নেন অ্যাস্টন অ্যাগার। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ম্যাথ্যু ওয়েড অপরাজিত থাকেন ৪৩ রান করে। গ্লেন ম্যাক্সওয়েল করেন ২৯ রান এবং জস ইংলিশ করেন ২৩ রান।