1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

ভারতের রেকর্ড জয়ে শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। তৃতীয়টিতে আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করে স্বাগতিকরা।

ধর্মশালায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে ১৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রোহিতবাহিনী।

এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা ১২টি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়েছে ভারত। এর আগে আফগানিস্তান ও রোমানিয়া টানা ১২ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিল।

শ্রেয়াস আয়ার ব্যাট হাতে এক প্রকার একাই হারিয়ে দেন শ্রীলঙ্কাকে। তিনি ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৫ বলে ৩ চারে অপরাজিত ২২ রান করেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া দীপক হুদা ২১ ও সঞ্জু স্যামসন ১৮ রান করেন।

এই ম্যাচে ৭৩ রান করে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচে অপরাজিত থেকে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছেন আয়ার। তিন ম্যাচে তার মোট রান। তার আগে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচে অপরাজিত থেকে এতো বেশি রান করার রেকর্ড নেই আর কোনো ভারতীয় ক্রিকেটারের।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ২৮ বলে অপরাজিত ৫৭ রান করেন আয়ার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৪ বলে করেন অপরাজিত ৭৪ রান। ব্যাট হাতে দুর্দান্ত একটি সিরিজ খেলে ম্যাচ ও সিরিজ সেরা হন আয়ার।

তার আগে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হন। পাথুম নিশানকা (১), দানুশ্কা গুনাথিলাকা (০), চারিথ আসালঙ্কা (৪) ও জানিথ লিয়ানাগে (৯) মিলে করেন ১৪ রান। এরপর দিনেশ চান্দিমাল, অধিনায়ক দাসুন শানাকা ও চামিকা করুণারত্নের ব্যাটে ভর করে ১৪৬ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

শানাকা ৩৮ বলে ৯ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৪ রান করেন। চান্দিমাল ২২ ও চামিকা অপরাজিত ১২ রান করেন।

ভারতের আবেশ খান ২৩ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল ও রবি বিষ্ণোই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com