1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

বিলবাওয়ের জালে বার্সার এক হালি

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারি মাসের শেষটা একদম মনের মতোই হলো বার্সেলোনার। আরও এক সপ্তাহ লা লিগার সেরা চারে জায়গা ধরে রাখলো জাভি হার্নান্দেজের দল।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রোববার রাতে অ্যাথলেটিক বিলবাওকে গোলবন্যায় ভাসিয়েছে বার্সা। দাপট দেখিয়ে খেলে ম্যাচটি তারা জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

যদিও প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ছিল। তারপরও মাঠে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বার্সা। ৯০ মিনিট সলিড ফুটবল খেলেছে। এক হালি গোল দিয়ে তুলে নিয়েছে তিনটি মূলবান পয়েন্ট, যা কিনা চ্যাম্পিয়নস লিগে তাদের জায়গা পাওয়ার সম্ভাবনাকে শক্ত অবস্থান দিয়েছে।

ঘরের মাঠে ৭২ শতাংশ বল দখলে রেখে মোট ১৭টি শট নেয় বার্সা, যার মধ্যে ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে বিলবাও ৬ শটের ৩টি লক্ষ্যে রাখতে পারে।

প্রথমার্ধে অবশ্য অনেকটা প্রতিরোধ গড়েছিল বিলবাও। বার্সেলোনা এগিয়ে যায় ৩৭তম মিনিটে। কর্নারে জেরার্দ পিকের হেড ক্রসবারে বাধা পাওয়ার পর ফিরতি বল দারুণ ভলিতে জালে পাঠান অবামেয়াং।

দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে চাপ ধরে রাখে বার্সেলোনা। কিন্তু বলার মতো সুযোগ তৈরি করতে পারছিল না। অবশেষে ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি।

ফেররানের বদলি নামার ছয় মিনিট পরই চমৎকার এক গোল করেন উসমান ডেম্বেলে। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

শেষ দিকে রীতিমত ভয়ংকর রূপ দেখায় বার্সা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডেম্বেলের ক্রসে লুক ডি ইয়ং হেডে ৩-০ করেন। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাছ থেকে শেষ গোলটি করেন আরেক বদলি ফরোয়ার্ড মেমফিস।

এতে ২৫ ম্যাচে ১২ জয় ও ৯ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা রিয়াল বেতিস তিন নম্বরে ৪৬ পয়েন্ট নিয়ে। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com