স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বতর্মান চ্যাম্পিয়ন চেলসি। বুধবার দিবাগত রাতে পিয়েরে মউরয় স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে লিলেকে ২-১ গোলে হারায় ব্লুজরা। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানের জয়ে শেষ আট নিশ্চিত করে থমাস তুখোলের শিষ্যরা।
অবশ্য ঘরের মাঠে চেলসিকে ভয় পাইয়ে দিয়েছিল লিলে। শুরু থেকে দারুণ খেলে ৩৮ মিনিটে গোল আদায় করে নেয় তারা। এ সময় বক্সের মধ্যে বলে হাত লাগে চেলসির জর্জিনহোর। ভিএআর চেক করে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে লিলের একমাত্র গোলটি করেন বুরাক ইলমাজ।
কিন্তু বেশক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) সময়ে গোল করে সমতা ফেরায় চেলসি। এ সময় বক্সের বাইরে থেকে জর্জিনহোর বাড়িয়ে দেওয়া বল থেকে দূরের পোস্টে আড়াআড়ি শটে জালে জড়িয়ে সমতা ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ৭১ মিনিটে চেলসির সিজার আজপিলিকুয়েতার গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়। ক্রসে তাকে গোলে সহায়তা করেন ম্যাসন মাউন্ট।