স্পোর্টস ডেস্ক : ন্যু ক্যাম্পে আগের দেখায় গ্যালাতাসারেইর সঙ্গে হতাশাজনক ড্র করেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগ ছিল খুবই চ্যালেঞ্জিং, কারণ খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। পিছিয়ে পড়ায় কাজটা আরো কঠিন হয়ে পড়েছিল। ইস্তানবুলের এনইএফ স্টেডিয়ামে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
শেষ ষোলোতে দুই লেগের অগ্রগামিতায় ২-১ গোলে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। আগামী রোববার (২০ মার্চ) রিয়াল মাদ্রিদের মাঠে নামার আগে এই জয় কাতালানদের জন্য অনুপ্রেরণাদায়ক।
গ্যালাতাসারেই ম্যাচের আধঘণ্টা না যেতেই লিড নেয়। মারকাও করেন গোলটি। বিরতির আগে বার্সাকে সমতায় ফেরান পেদ্রি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে পিয়েরে এমেরিক অবেমেয়াং এগিয়ে দেন অতিথিদের।
বার্সা থেকে ধারে তুর্কি ক্লাবে যোগ দেওয়া গোলকিপার ইনাকি পেনা দুটি দারুণ সেভ করলেও গোলমুখের খুব কাছ থেকে চমৎকার হেডে দ্বিতীয় গোল করেন অবেমেয়াং।
যুক্তরাষ্ট্রের খেলোয়াড় সার্জিনো দেস্ত ৫৬তম মিনিটে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠের বাইরে গেলে বদলি নামেন রোনাল্ড আরাউজো।
সমতা ফেরাতে গ্যালাতাসারেই হন্যে হয়ে ওঠে। নিজ দেশের ক্লাব পিছিয়ে পড়ার হতাশায় দর্শকরা মাঠে বোতল ও প্লাস্টিক কাপ ছোড়ায় কয়েক মিনিট খেলা বন্ধ রাখেন রেফারি। পরে ভক্তদের ঠাণ্ডা করেন ক্লাব খেলোয়াড়রা।
কিন্তু বার্সার বিপক্ষে আর সমতা ফেরাতে পারেনি গ্যালাতাসারেই। কাতালান জায়ান্টদের প্রতিপক্ষ কে, জানা যাবে শুক্রবারের ড্রয়ে।