1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হলো। পরের টেস্টে বাবর আজমের ব্যাটে ভর করে দুর্দান্ত লড়াই করে ড্র করলো পাকিস্তান। তৃতীয় টেস্টে এসে আর পারলো না স্বাগতিকরা। লাহোরে শুক্রবার শেষ দিনে পাকিস্তানকে ১১৫ রানের হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

সবশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। প্রায় ২ যুগ পর আবার পাকিস্তানের মাটিতে একই ব্যবধানে সিরিজ জিতলো অজিরা।

শেষ দিনে জিততে পাকিস্তানকে করতে হতো ৯০ ওভারে ২৭৮ রান। আর অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১০ উইকেট। নাথান লায়ন কাজটা সহজ করে দেন। তার ঘূর্ণি যাদুতে পাকিস্তান ৯২.১ ওভারে ২৩৫ রানে অলআউট হয়ে যায়। আর অস্ট্রেলিয়া জয় পায় ১১৫ রানে। ৩টি উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স।

ব্যাট হাতে পাকিস্তানের ইমাম-উল-হক ৭০ ও বাবর আজম ৫৫ রান করেন। এ ছাড়া আব্দুল্লাহ শফিক ২৭ ও সাজিদ খান ২১ রান করেন। বাকিদের কেউ ১৭ রানের বেশি করতে পারেনি।

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে উসমান খাজা (৯১), ক্যামেরন গ্রিন (৭৯), আলেক্স ক্যারি (৬৭) ও স্টিভেন স্মিথের (৫৯) ব্যাটে ভর করে ৩৯১ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান আব্দুল্লাহ শফিক (৮১), আজহার আলী (৭৮) ও বাবর আজমের (৬৭) ব্যাটে ২৬৮ রান করতে পারে। ১২৩ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খাজার অপরাজিত সেঞ্চুরি (১০৪) ও ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে (৫১) ভর করে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় ৩৫১ রান।

এই রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান তুলে চতুর্থ দিন শেষ করে তারা। আজ শেষ দিনে সবকটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ১৫৭ রান যোগ করতে সক্ষম হয় বাবর-আজহাররা।

বল হাতে দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হন প্যাট কামিন্স। আর তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরিসহ ৪৯৬ রান করে সিরিজ সেরা হন উসমান খাজা। তিনি প্রথম টেস্টে ৯৭, দ্বিতীয় টেস্টে ১৬০ ও ৪৪* এবং তৃতীয় টেস্টে ৯১ ও ১০৪* রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৯১/১০ ও ২২৭/৩ ডিক্লে.।
পাকিস্তান: ২৬৮/১০ ও ২৩৫/১০।
ফল: অস্ট্রেলিয়া ১১৫ রানে জয়ী।
সিরিজ: অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
সিরিজ সেরা: উসমান খাজা (অস্ট্রেলিয়া)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com