স্পোর্টস ডেস্ক : শুরুটা ছিল পুরোপুরি ধীরস্থির! দেখে মনে হচ্ছিল, ভুল করে টি-টোয়েন্টি ম্যাচে নেমে পড়েছেন ফাফ ডু প্লেসি। তবে রান না এলেও নিজের উইকেট বাঁচিয়ে রেখেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক। সেখান থেকে তার পুরো বিপরীত রূপই দেখা গেলো ইনিংসের দ্বিতীয় ভাগে।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ব্যাঙ্গালুরু। অথচ প্রথম টাইমআউট তথা ৯ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল মাত্র ৫৭ রান। সেখান থেকে পরের ১১ ওভারে যোগ করে আরও ১৪৮ রান।
টাইমআউটের পর হঠাৎ ঝড় তোলেন ফাফ। প্রথম দশ ওভার শেষে তার নামের পাশে ছিল ৩০ বলে মাত্র ১৭ রান। সেই তিনিই শেষ পর্যন্ত খেলেছেন ৫৭ বলে ৮৮ রানের ঝকঝকে ইনিংস। যেখানে ছিল ৩ চারের সঙ্গে ৭টি বিশাল ছয়ের মার। শেষের ২৭ বল থেকে ৭১ রান করেছেন তিনি।
দলীয় পঞ্চাশ রানের মাথায় অনুজ রাওয়াত ২০ বলে ২১ রান করে ফেরার পর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন সাবেক অধিনায়ক কোহলি ও বর্তমান অধিনায়ক ফাফ। এ দুজনের জুটিতে আসে মাত্র ১১.১ ওভারে ১১৮ রান। সেঞ্চুরি থেকে মাত্র ১২ রান দূরে থাকতে আউট হন ফাফ।
পরে ইনিংসের বাকি ১৭ বলে ৩৭ রান যোগ করেন বিরাট কোহলি ও দিনেশ কার্তিক। তিনটি করে চার-ছয়ের মারে ১৪ বলে ৩২ রানের ক্যামিও খেলেন কার্তিক। কোহলি অপরাজিত ছিলেন ২৯ বলে ৪১ রানের ইনিংস খেলে।