স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে পাকিস্তান সফর শেষ করলো অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জেতার পর ওয়ানডে সিরিজ তারা হেরে যায় ২-১ ব্যবধানে। তবে একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সফর শেষ করেছে অজিরা।
মঙ্গলবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬২ রান করে। জবাবে শেষ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা।
অস্ট্রেলিয়ার জয়ে ব্যাট হাতে অবদান রাখেন অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে ১৯তম ওভারে আউট হন ৪৫ বলে ৫৫ রান করে। এ ছাড়া ত্রাভিস হেড ২৬, জশ ইঙ্গলিস ২৪, মার্কাস স্টয়েনিস ২৩ ও বেন ম্যাকডারমট অপরাজিত ২২ রান করেন। বল হাতে পাকিস্তানের শাহীন আফ্রিদি, উসমান কাদির ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট নেন।
এদিন লড়াইটা হয় অধিনায়ক বনাম অধিনায়কে। ফিঞ্চের আগে বাবর আজম ৪৬ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন। এ ছাড়া খুশদিল খান ২৪, মোহাম্মদ রিজওয়ান ২৩ ও কাদির অপরাজিত ১৮ রান করেন। তাতে ৮ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।
বল হাতে পাকিস্তানের ইনিংসের লাগাম টেনে ধরেন অস্ট্রেলিয়ার নাথান এলিস। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন ক্যামেরন গ্রিন।
ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হন অ্যারোন ফিঞ্চ।