1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

পাকিস্তানে চার দফায় ২৫ ম্যাচ খেলবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক : গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একদম শেষ মুহূর্তে গিয়ে পাকিস্তান সফর বাতিল করে দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর দিন দেশে ফেরার সিদ্ধান্ত জানায় তারা। তাদের দেখাদেখি ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে দেয়।

এবার চলতি বছরের শেষ দিকে এ দুই দলই যাচ্ছে পাকিস্তান সফরে। শুক্রবার সারা বছরের ব্যস্ত ক্রিকেট সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে বছরের শেষ দিকে তারা ঘরের মাঠে স্বাগত জানাবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে।

২০২২-২৩ মৌসুমে নিজেদের ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতটি ম্যাচ খেলবে পাকিস্তান। যার মধ্যে দুইটি শ্রীলঙ্কা, তিনটি ইংল্যান্ড ও দুইটি ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমে সেপ্টেম্বর ও পরে নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ড ও ডিসেম্বর-জানুয়ারিতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ।

এছাড়া এবারের মৌসুমে বিশ্বকাপ সুপার লিগে ১২টি ওয়ানডে নিজেদের ঘরের মাঠে খেলবে পাকিস্তান। যেখানে থাকছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে ম্যাচ। আগামী ৫ থেকে ১২ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই মৌসুম।

নভেম্বরে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার আগে সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড। সেই সফরে তারা খেলবে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অন্যদিকে ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলার পর আগামী বছরের এপ্রিলে পাঁচ ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাবে নিউজিল্যান্ড।

অর্থাৎ সবমিলিয়ে দুইবার করে মোট চারবার পাকিস্তান সফর করবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুই দফায় মোট ১০টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। অন্যদিকে তিন ফরম্যাট মিলে দুই দফায় পাকিস্তানের মাটিতে ১৫টি ম্যাচ খেলবে কিউইরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com