সিলেট : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাভাইরাস সারা বিশ্বে বড় রকমের আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এ ভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখনো বাতিল হয়নি।
শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ অবস্থায় আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ। এ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
করোনা ভাইরাস মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে কোনো প্রভাব পড়বে কি না?—সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীকে এমন প্রশ্ন করেছিলেন। এর জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই প্রভাব পড়বে। এই করোনা ভাইরাসের ফলে সারা বিশ্বে বড় রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে যথেষ্ট প্রভাব পড়বে। তবে এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে।’
একদিনের সংক্ষিপ্ত সফরে সিলেট এসেছেন মন্ত্রী। তিনি ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়া সন্ধ্যায় সিলেটের শাহী ঈদগাহে ষষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।