1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

করোনার ধাক্কা সামলে মুস্তাফিজদের রেকর্ড জয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক : মহামারি করোনাভাইরাস হানা দিয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবিরে। খেলোয়াড় ও কোচিং স্টাফদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে করোনা টেস্টে খেলোয়াড়রা উতরে গেলে পাঞ্জাব কিংসের বিপক্ষে তারা মাঠে নামতে সমর্থ হয়।

করোনার ধাক্কা সামলে বুধবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে দিল্লি।

মুম্বাইর ব্র্যাবোর্নি স্টেডিয়ামে এদিন পাঞ্জাবকে প্রথমে ১১৫ রানে অলআউট করে মুস্তাফিজ-ওয়ার্নাররা। এরপর ১০.৩ ওভারেই জয় তুলে নেয় ৯ উইকেট ও ৫৭ বল হাতে রেখে। দিল্লি এই প্রথম আইপিএলে কোনো ম্যাচ ৫০টির বেশি বল হাতে রেখে জয় পেলো। সেদিক থেকে এটি তাদের আইপিএলের ইতিহাসে রেকর্ড জয়। এর আগে তারা ২০০৮ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে ৪২ বল হাতে রেখে জয় পেয়েছিল।

দিল্লির হয়ে পৃথ্বী’শ ২০ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৪১ রান করে রাহুল চাহারের বলে আউট হন। ৩০ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। তার সঙ্গে ১৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন সরফরাজ খান।

তার আগে টস জিতে পঞ্জাবকে শুরুতে ব্যাট করতে পাঠায় দিল্লি। পঞ্জাব কিংস ২০ ওভারে মাত্র ১১৫ রানে অল-আউট হয়। যা চলতি আইপিএলে কোনো দলের সবচেয়ে কম রানের ইনিংস। পাঞ্জাবের হয়ে জিতেশ শর্মা সর্বোচ্চ ৩২ রান করেন। মায়াঙ্ক আগরওয়াল করেন ২৪ রান। এছাড়া শিখর ধাওয়ান ৯, জনি বেয়ারস্টো ৯, লিয়াম লিভিংস্টোন ২, শাহরুখ খান ১২, কাগিসো রাবাদা ২, নাথান এলিস ০, রাহুল চাহার ১২ ও অর্শদীপ সিং ৯ রান করে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন বৈভব আরোরা।

দিল্লির হয়ে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২টি উইকেট নেন অক্ষর প্যাটেল। কুলদীপ যাদব ২৪ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। আর খলিল আহমেদ ২১ রানে ২টি ও ললিত যাদব ১১ রানে ২টি উইকেট নেন। ২৮ রানে ১টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

ম্যাচসেরা হন কুলদীপ যাদব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com