1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

উত্তেজনায় ঠাসা ম্যাচে চেলসিকে হারালো আর্সেনাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল এখন অনেকটাই কাগুজে বাঘে পরিণত হয়েছে। আগের নেই নখ-দন্ত নেই, ধারও নেই। কিন্তু কাগুজে বাঘও যে কখনও কখনও জীবন্ত হয়ে ওঠে, তা দেখিয়ে দিল বুধবার রাত।

চেলসির ঘরের মাঠ স্টামফোর্ডব্রিজে খেলতে গিয়ে উল্টো স্বাগতিক চেলসিকেই গোলের মালা পরিয়ে দিয়ে এলো মাইকেল আর্তেতার শিষ্যরা। একবার এগিয়ে যায় তো, আরেকবার পিছিয়ে- এমন নাটকীয়তা ভরা ম্যাচে চেলসিকে ৪-২ হারিয়ে এলো আর্সেনাল।

এই ম্যাচে জয় দিয়ে পয়েন্ট টেবিলে ৫ম স্থান অক্ষুণ্ন রাখলো গানাররা। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫৭। চেলসির পয়েন্ট ৬২। তারা রয়েছে তৃতীয় স্থানে। ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার। ৩২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ম্যানসিটি এবং ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।

ম্যাচে ১৩ মিনিটে এডি কেথিয়ার গোলে এগিয়ে যায় আর্সেনাল। দু’মিনিটের মধ্যে সমতা ফেরান চেলসির টিমো ওয়ের্নার। ২৭ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন স্মিথ রো। ৩২ মিনিটে চেলসিকে আবার সমতায় ফেরান সেসার আথপিলিকোয়েতা।

কিন্তু দ্বিতীয়ার্ধে লড়াই থেকে ছিটকে যায় চেলসি। ৫৭ মিনিটে ফের কেথিয়া এবং ম্যাচ শেষের সংযুক্ত সময়ে সাকার গোলে জয় নিশ্চিত করে ফেলে আর্সেনাল।

হেরেও ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে চেলসি। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল। এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল গানাররা। তাদের সমান ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে টটেনহ্যাম। ৭৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ম্যানসিটি। ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

গানারদের হয়ে জোড়া গোল করেছেন এডওয়ার্ড এনকেতিয়াহ। বাকি দুই গোল করেন স্মিথ রোয়ে ও বুকায়ো সাকা। চেলসির হয়ে দুই গোল করেন টিমো ওয়ার্নার ও সিজার আজপিলিকুয়েতা।

ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। মারাত্মক ভুল করে বসে চেলসি ডিফেন্ডার ক্রিস্টেনসেন। নিজেদের অর্ধ থেকে তাবারেসের লম্বা ক্রস পেয়ে যান ক্রিস্টেনসেন, বলের পিছে ছুটছিলেন এনকেতিয়াহ। গোলরক্ষকের উদ্দেশ্যে ব্যাক পাস দিলে সেটা কিছুটা ধীর গতির হওয়ায় বল পেয়ে যায় এনকেতিয়া। নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইংলিশ এই ফুটবলার।

সমতায় ফিরতে বেশি সময় নেয়নি চেলসি। চার মিনিট পরই টিমো ওয়ার্নারের গোলে ম্যাচে ফিরে ব্লুজরা। বক্সের সামনে থেকে ওয়ার্নারের গতির শট আর্সেনাল ডিফেন্ডার হোয়াইটের গায়ে লেগে দিক বদলে বল জালে জড়ায়। কিছুই করার ছিল না আর্সেনাল গোলরক্ষকের।

আক্রমণে ধার বাড়িয়ে ২৭ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। দলীয় আক্রমণে উঠে বক্সের সামনে থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার স্মিথ রোয়ে। আর্সেনালের লিড বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি চেলসি। ৩২ মিনিটে আবারও সমতায় ফেরে ব্লুজরা। বাম প্রান্ত থেকে ম্যাসন মাউন্টের ক্রসে গোলমুখে পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতা।

৫৩ মিনিটে তৃতীয়বারের মত এগিয়ে যায় আর্সেনাল। দারুণ গোলে তাদেরকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নিজের জোড়া গোল পূরণ করেন এনকেতিয়াহ।

চেলসির বিপক্ষে ২০১১ সালের পর আর্সেনালের কোনো ফুটবলার এই প্রথম জোড়া গোল করলেন। ২০১১ সালে ব্লুজদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রবিন ফন পার্সি। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা দুই মিনিটের মাথায় বুকায়ো সাকার পেনাল্টি গোল আর্সেনালকে এনে দেয় ৪-২ গোলের বড় জয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com