স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। এ জয়ের ফলে এখনও যদি-কিন্তুর সমীকরণে টিকে রয়েছে তাদের শিরোপা জেতার সম্ভাবনা। তবে ম্যাচে দলের খেলার ধরন নিয়ে সন্তষ্ট নন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল বার্সেলোনা। ম্যাচের ৫৬ শতাংশ সময় বলের দখল ছিল স্বাগতিক ক্লাবটির দখলে। গোলের জন্য ৮টি শট করে পাঁচটিই লক্ষ্যে রাখে তারা। তবে মার্ক টের স্টেগানের দৃঢ়তায় গোল হজম করতে হয়নি বার্সার।
উল্টো ম্যাচের ১১ মিনিটে করা পিয়েরে এমেরিক আউবেমেয়াংয়ের একমাত্র গোলেই মিলেছে জয় ও মূল্যবান তিনটি পয়েন্ট। ম্যাচ জিতে পয়েন্ট পাওয়ায় স্বস্তি জাভির কণ্ঠে কিন্তু খেলার ধরনে আধিপত্য বিস্তার করতে না পারায় দলের ওপর নাখোস তিনি।
ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘ম্যাচের দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদের দখলে বলের নিয়ন্ত্রণ বেশি ছিল। তারা ঝড়ের বেগে আক্রমণ করেছে। ওরা খুবই প্রশিক্ষিত দল এবং আমরা বিগত দিনগুলোর ক্লান্তি অনুভব করেছি।’
তিনি আরও যোগ করেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, দ্বিতীয়ার্ধে নয়। আজকের জয়ে আমাদের গর্ব করার সুযোগ নেই। দ্বিতীয়ার্ধে আমাদের খেলার ধরন ঠিক ছিল না। তবে হ্যাঁ মূল্যবান ৩ পয়েন্ট পেয়েছি।’