স্পোর্টস ডেস্ক : বোলাররা আসল কাজ করে রেখেছিলেন। বাকিটুকু সহজেই সারলেন অভিষেক শর্মা, কেন উইলিয়ামসরা। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারাতে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের লাগলো মাত্র ৪৮ বল (৮ ওভার)।
লক্ষ্য ছিল মাত্র ৬৯ রানের। অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে জয় পেতে একদমই কষ্ট হয়নি হায়দরাবাদের। ৯ উইকেট আর ৭২ বল হাতে রেখে পাওয়া জয়ে পাঁচ থেকে এক লাফে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে কেন উইলিয়ামসনের দল।
দল জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে হর্ষল প্যাটেলকে উইকেট দিয়ে আসেন ব্যাটে ঝড় তোলা অভিষেক। ২৮ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় তিনি ছিলেন হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে (৪৭)। উইলিয়ামসন ১৬ আর রাহুল ত্রিপাথি ৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে।
এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের তোপে ১৬.১ ওভারে ৬৮ রানেই গুটিয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
মুম্বাইয়ের ব্রাবোর্নে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মার্কো জানসেনের তোপে পড়ে ব্যাঙ্গালুরু। ইনিংসের দ্বিতীয় ওভার বল হাতে নিয়ে তিনি ৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন শীর্ষ ৩ ব্যাটার-ফ্যাফ ডু প্লেসি (৫), অনুজ রাওয়াত (০) আর বিরাট কোহলিকে (০)।
শুরুর সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ব্যাঙ্গালুরু। মাঝে গ্লেন ম্যাক্সওয়েল (১১ বলে ১২) আর সুয়েশ প্রভুদেশাই (২০ বলে ১৫) হাল ধরার চেষ্টা করেও পারেননি। তারা দুজন ছাড়া ব্যাঙ্গালুরুর আর কোনো ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি।
৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন হায়দরাবাদে মার্কো জানসেন। ৩ ওভারে মাত্র ১০ রানে ৩ উইকেট আরেক পেসার টি নটরাজনের।