স্পোর্টস ডেস্ক : সদ্যোজাত সন্তানের মৃত্যুশোক বুকে নিয়েই আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেলেন গোলের দেখাও। যাতে আবার প্রিমিয়ার লিগে শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ যুবরাজ।
কিন্তু এমন এক ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৩-১ গোলে হেরে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে গেছে তাদের।
আর্সেনালের মাঠে খেলতে গিয়ে ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে ম্যান ইউ। রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে গোল করেন নুনো তাভারেস। বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন বুকায়ো সাকা।
তিনি শট নিলে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়েছিলেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা নুনো সেটা আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দেন।
৩২ মিনিটে সাকাকে বিপজ্জনক অ্যালেক্স টেলেস ফেলে দিলে ভিএআর দেখে আর্সেনালকে পেনাল্টি দেন রেফারি। এবার সহজেই গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন সাকা।
তবে দুই মিনিট পরই ইউনাইটেডকে লড়াইয়ে ফেরান রোনালদো। বাঁ দিক থেকে নেমানজা মাতিজের উঁচু ক্রসে পা ছুঁইয়ে প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের শততম গোলটি করেন সিআরসেভেন।
দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলে ইউনাইটেড। তাভারেসের হাতে বল লাগল ৫৬ মিনিটে পেনাল্টিও পেয়েছিল তারা। কিন্তু ব্রুনো ফার্নান্দেস পোস্টে লাগিয়ে সেই পেনাল্টি নষ্ট করেন। ৬০ মিনিটে রোনালদো জালে বল জড়ালেও সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
৭০ মিনিটে এসে আরও এক গোল হজম করে বসে ম্যান ইউ। এবার প্রায় ৩০ গজ দূর থেকে অবিশ্বাস্য এক গোল করেন গ্রানিথ জাকা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে ৩৩ ম্যাচে ১৯ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে চারে আছে আর্সেনাল। ৩৪ ম্যাচে ১৫ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে ছয়ে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড।